Welcome to Vaijan

Vaijan does not allow users to create accounts directly from unknown links. Vaijan accounts can only be created by verified users. Only an existing verified Vaijan account holder can create an account for you.

Vaijan is a financial Apps that offers instant loans to borrowers without any documentation or deposit. The Apps uses a proprietary algorithm to assess borrowers' creditworthiness and determine their eligibility for a loan. Vaijan loans are available to borrowers with a variety of credit scores, including those with bad or no credit. To apply for a Vaijan loan, borrowers simply need to apply from their account. Vaijan loans are typically funded within minutes of approval.

Vaijan loans offer a number of benefits to borrowers, including:

No documentation

Vaijan loans do not require any documentation, so borrowers can apply for a loan quickly and easily.

No deposit

Vaijan loans do not require any deposit, so borrowers can get the money they need without having to put up any collateral.

Flexible repayment terms

Vaijan loans offer flexible repayment terms, so borrowers can choose a repayment plan that fits their budget.

Loan without Credit Score

Vaijan also offers loans to people with low/bad credit scores, but they require a guarantor.

Download Vaijan from Google Play Store

ব্যবহার নির্দেশিকা

লোন এর জন্য আবেদন করা

ভাইজান এর মাধ্যমে কোন ডকুমেন্ট ছাড়াই লোন পাবেন। এপ্লিকেশন হোম থেকে “লোন নিন” আইকন এ ক্লিক করে আপনার প্রয়োজনীয় টাকার পরিমান টাইপ করে পিন কনফার্ম করলেই আপনার লোন এপ্লিকেশন সচল হয়ে যাবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে একবারে সর্বোচ্চ ১ লক্ষ টাকা টাকা লোন এর জন্য আবেদন করতে পারবেন। প্রোফাইল রেটিং এর উপর ভিত্তি করে সাধারনত ভাইজান লোন কয়েক ঘন্টার মধ্যেই প্রদান করা হয়ে থাকে। দুর্বল প্রোফাইল রেটিং কিংবা নতুন একাউন্ট ধারীদের জন্য অন্য ভাইজান ব্যবহারকারীদের গ্যারান্টি প্রয়োজন হতে পারে। লোন ইন্টারেষ্ট সহ অন্য প্রয়োজনীয় তথ্য আপনার স্ক্রীনেই দেখতে পাবেন। গ্যারান্টর এর জন্য প্রয়োজনে অন্য সচল ভাইজান একাউন্ট এর সাহায্য নিন। এক্ষেত্রে তাদের “ইনভাইটেশন” পাঠান।

একাউন্ট থেকে ব্যাল্যান্স উত্তোলন করা

এপ্লিকেশন হোম থেকে “ব্যাল্যান্স উত্তোলন” আইকন এ ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী যে কোন সঠিক বিকাশ নম্বর ও টাকার পরিমান সেট করে দিন। আপনার ওয়ালেট থেকে সমপরিমান ব্যাল্যান্স কমে গিয়ে তা আপনার সেট করা বিকাশ একাউন্ট এ পাঠানো হবে।

একাউন্টে ব্যাল্যান্স যোগ করা

যে কোন একাউন্টধারী / ভাইজান প্রতিনিধির মাধমে আপনার একাউন্টে ব্যাল্যান্স যোগ করতে পারবেন। মনে রাখবেন, একাউন্টে ব্যাল্যান্স যোগ করতে কোন বাড়তি খরচ নেয়া হয় না।

অন্য ভাইজান একাউন্টে ব্যাল্যান্স ট্রান্সফার করা

আপনি চাইলে যে কোন ভাইজান একাউন্ট এ আপনার ব্যাল্যান্স ট্রান্সফার করতে পারবেন। এ ক্ষেত্রে কোন চার্জ প্রযোজ্য হবে না। এপ্লিকেশন হোম থেকে “ব্যাল্যান্স ট্রান্সফার” আইকন এ ক্লিক করে প্রাপকের একাউন্ট নম্বর ও টাকার পরিমান টাইপ করুন। পিন কনফার্ম করার সাথে সাথে প্রাপকের একাউন্ট এ ব্যাল্যান্স যোগ হবে আর সমপরিমান ব্যাল্যান্স আপনার একাউন্ট থেকে কমে যাবে। মনে রাখবেন, পাঠানো ব্যাল্যান্স আর ফেরত আনতে পারবেন না। তাই একাউন্ট নম্বর কোন ক্রমেই ভুল করবেন না।

অন্যকে লোন দেয়া

ভাইজান এর মাধ্যমে আপনি আপনার ব্যাল্যান্স কে অন্যদের জন্য লোন প্রদান করতে পারবেন। এপ্লিকেশন হোম থেকে “লোন দিন” অপশন এ গেলে লাল/সবুজ দুটি লিঙ্ক দেখতে পাবেন। এখানে ক্লিক করে বর্তমানে লোন আবেদন কারীদের তালিকা দেখতে পাবেন। তালিকা থেকে আপনার পছন্দ/পরিচিত আবেদনকারীর নাম্বার এ ক্লিক করে তার প্রয়োজন/ আপনার সামর্থ্য অনুযায়ী ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা প্রতিবারে লোন প্রদান করতে পারবেন। একজনকে খন্ড খন্ড করে তার প্রয়োজনীয়তা অনুযায়ী বার বার লোন দিতে পারবেন। লোন প্রদানকারী, প্রদানকৃত লোনের উপর ৯০ দিনের জন্য সর্বনিম্ন ১০ দশমিক ৫ শতাংশ হারে ইন্টারেষ্ট পাবেন। উদাহরনঃ ৫০,০০০ টাকা লোন প্রদানে ইন্টারেষ্ট সহ মোট ৫৫,২৫০ টাকা পাবেন।

একাউন্টে লগ-ইন করা

প্লে-ষ্টোর থেকে Vaijan এপ্লিকেশন টি ডাউনলোড করুন। আপনার একাউন্ট নম্বর ও পিন নম্বর ব্যবহার করে নিমিষেই লগ-ইন করতে পারবেন। বর্তমানে ভাইজান শুধুমাত্র এন্ড্রয়েড মোবাইল এর জন্য প্রযোজ্য।

লগ-ইন পিন রিসেট করা

এপ্লিকেশনের হোম পেজ থেকে “পিন পুনরুদ্ধার” লিঙ্ক এ ক্লিক করে আপনার একাউন্ট নম্বর দিলেই আপনার মোবাইলে SMS এর মাধ্যমে OTP পাঠানো হবে। এই OTP ব্যবহার করে আপনার পছন্দ অনুযায়ী পিন তৈরী করে নিতে পারবেন।

বন্ধু, পরিবারের সদস্যদের জন্য নতুন একাউন্ট তৈরী করন

যে কোন ভাইজান একাউন্ট ধারী অন্য কারো জন্য ভাইজান একাউন্ট তৈরী করতে পারবে। একাউন্ট হোম থেকে “নতুন একাউন্ট তৈরী” আইকন এ ক্লিক করলে নতুন ব্যবহারকারীর জন্য মোবাইল নম্বর টাইপ করে “নতুন ব্যবহারকারীর জন্য একাউন্ট খুলুন” বাটনে ক্লিক করলেই একাউন্ট তৈরী হয়ে যাবে। একাউন্টধারীর মোবাইলে SMS এর মাধ্যমে একাউন্ট নাম্বার এবং পিন পাঠানো হবে।

আপনার তৈরী করা একাউন্ট আইডি তালিকা দেখুন

এখানে ক্লিক করলে আপনার মাধ্যমে বানানো সকল একাউন্ট দেখতে পাবেন